ফুয়াদের ফিচারিংয়ে শিরিনের নতুন অ্যালবাম মাতওয়ালী



 শিরিনের প্রথম অ্যালবামটা সারাদেশেই ভাল জনপ্রিয় হয়েছিল কিন্তু আমার মনে হয় ইন্টারনেটের পোলাপাইনের কাছে খুব একটা জনপ্রিয় হয় নাই কারন এখনকার পোলাপান একটু ভিন্ন ধরনের গান পছন্দ করে ।আমিও শিরিনের গান শুনি না।কিন্তু শিরিনের ২য় অ্যালবামটা ফিচারিং করেছে মিউজিক হেডমাস্টার ফুয়াদ ভাই এজন্য আমি মূলত আমিও একটু আগ্রহ নিয়ে প্রথম গানটা মানে অ্যালবাম টাইটেল সংটা শুনলাম ভালই লাগল মিউজিকও ভাল দিয়েছে ফুয়াদ ভাই।এজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গানগুলো ।


আশা করি আপনাদের নূন্যতমও ভাল লাগবে।আর ভাল লাগলেই আমার পোস্ট সার্থক।সবাই ভাল থাকবেন।
মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন