হিমু সিরিজের সাম্প্রতিক রিলিজ "হিমুর আছে জল" উপন্যাস [ডাউনলোড লিংকসহ]

হুমায়ন আহমেদের তৈরী করা জনপ্রিয় চরিএ হিমু সিরিজের সর্বশেষ রিলিজ হলো " হিমুর আছে জল"  অনেকেই হয়তো ভাবছেন এই বই আবার কবে বের হলো ??


আসলে এটা বই আকারে বের হয়নি এই ঈদুল ফিতরে যে অন্যদিন ম্যাগাজিন এর ঈদসংখ্যা বের হয়েছে তাতে হিমুকে নিয়ে লেখা হিমুর আছে জল   উপন্যাসটি প্রকাশ করা হয়েছে

 আমি নিজে হিমুর হার্ডকোর ফ্যান হবার পরও আমি নিজেও এটা জানতাম না পরে আমার এক ব্নধুর থেকে জানতে পারলাম যে হিমুর আছে জল নামে উপন্যাসটি অন্যদিন ইদ সংখ্যায় প্রকাশ করা হয়েছে ।

পরে অনেক খোজাখুজির পর নেটে খুজে পেলাম এবং ডাউনলোড করে এক নি:শ্বাসে পুরাটা পড়ে শেষ করে ফেললাম ।যদি জিজ্ঞাস করেন কেমন ?? তাহলে বললো আগের মতোই স্বাধ । 

তবে দুনিয়া কি মেয়েরা না ছেলেরা খারাপ করছে এই নিয়ে একটা ডাযলগ আছে এইটা আমার কাছে চরম লাগছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ডায়লগটা এখন মনে নেই উপন্যাসেও খোজে পাচ্ছিনা ।

ডাউনলোড করে পড়ুন এবং কেমন লাগলো তা অবশ্যই শেয়ার করবেন ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন