ছবিতে ঘুরে আসুন বান্দরবন [ছবি ব্লগ পার্ট ২]
ছবিতে ঘুরে আসুন বান্দরবন ছবি ব্লগ পার্ট ১ দেখতে এখানে ক্লিকান
প্রথম পোস্টে আমরা মেঘলাতে গিয়ে থেমে গিয়েছিলাম আজকে আমরা মেঘলার পরে নিলাচল থেকে শুরু করবো দেখা যাক আজকে কতদুর যাওয়া যায়
আগামী পর্বে আমার সবচেয়ে প্রিয় জায়গা ঝিরিপথ নিয়ে ছবি ব্লগ দেবো
সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ
প্রথম পোস্টে আমরা মেঘলাতে গিয়ে থেমে গিয়েছিলাম আজকে আমরা মেঘলার পরে নিলাচল থেকে শুরু করবো দেখা যাক আজকে কতদুর যাওয়া যায়
মেঘলা থেকে নিলাচল যাবার পথে সামান্য সময়ের জন্য বিরতি (পুলাপাইনের দল মানুষ হইলিনা সব ছাদের উপরে) |
যাক অবশেষে নিলাচলের প্রবেশ পথ খুজে পেলাম |
![]() |
একদিকে রোদ আরেকদিকে ছায়া,একদিকে মেঘ রোদের খেলা আরেকদিকে বৃষ্টি (বৃও দেওয়া অংশটিতে শুধু বৃষ্টি পড়ছে আর কোথাও বৃষ্টি নেই ) |
![]() |
নিলাচলের উপর থেকে |
![]() |
নিলাচল পাহাড়ের উপরে হেলিপ্যাড(আর্মি ভাইদের জন্য) |
নিলাচল পর্ব শেষ করে এবার আসলাম শৈলপ্রপাত |
শৈলপ্রপাত যাবার পথে মাঝির শত নিষেধ সত্তেও আবার সবাই নৌকার ছাদে (ছাদ ভাইরাসে আক্রান্ত) |
রুমা বাজার থেকে বগালেক যাবার পথে আবারও চান্দের গাড়ীর ছাদে । যাবার রাস্তা এতই ভয়ংকর যে আমি মনে মনে লা ইলাহা...ইয়া খোদা বাচাও আমারে বলা শুরু করে দিয়েছি পুরা রাস্তায় আমি আল্লাহ আল্লাহ করে কাটিয়েছি |
![]() |
রুমা বাজার থেকে বগালেক যাবার পথে হাটার রাস্তায়(আমাদের বাহিনীর ২নং রোগ যেখানেই যাবে হাতে লাঠি চাই) |
![]() |
ওরে বাপস !!! ধণ ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা...............গানটা না গেয়ে থাকতে পারলাম না |
![]() |
বগালেকে আমাদের থাকার জায়গা |
বগালেকের সুযার্স্ত |
সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ
একটি মন্তব্য পোস্ট করুন