কথা বলবো না আগের মতো কিছু নেই
প্রিয় শিল্পী সন্জিবদার একটা গান আজকে শেয়ার করলাম
কথা বলবো না আগের মতো কিছু নেই
পিছু ডাকবোনা পিছু ডাকার কিছু নেই
সর্বনাশী ঝড় বুকে, উড়ে যাবার কিছু নেই
আগুনে পুড়েছি এ হাত বাড়িয়ে পুড়ে যাবার কিছু বাকি নেই
চোখ ফিরে চাই পাতা ঝরার দিন যায়
তবু আজীবন কান্না মেঘে দিন যাপন
আমি ভালো নেই, ভালো থাকার কিছু নেই
রাখবো না ধরে যে আর ধরে রাখার কিছু নেই
পাখি অন্যঘরে গান গায় অন্য সুরে
এ ঘর অন্ধকার তারার আলো কোন ঘরে
ঘরে ফিরবো না ঘরে ফেরার কিছু নেই
রাখবো না ধরে যে আর ধরে রাখার কিছু নেই
কথা বলবো না আগের মতো কিছু নেই
পিছু ডাকবো না পিছু ডাকার কিছু নেই
সর্বনামী ঝড় বুকে উড়ে যাবার কিছু নেই
আগুনে পুড়েছি এ হাত বাড়িয়ে পুড়ে যাবার কিছু বাকি নেই
একটি মন্তব্য পোস্ট করুন