রাহাত ফাতেহ আলী খান :নুসরাস ফাতেহ আলী খানের যৌগ্য উত্তরসুরী
নুসরাত ফাতেহ আলী খানকে নিয়ে না লিখলেও হয়তো চলবে কাওয়ালী দুনিয়ার শাহানশাহ বলা হয় নুসরাত ফাতেহ আলী খানকে ।
উনার সম্পর্কে জানতে উইকিতে টোকা মারুন
নুসরাত ফাতহে আলী খানের এই গানটি দেখলেই বুঝতে পারবেন তার গলার কাজ
উনার সম্পর্কে জানতে উইকিতে টোকা মারুন
নুসরাত ফাতহে আলী খানের এই গানটি দেখলেই বুঝতে পারবেন তার গলার কাজ
আর এই কিংবদন্তী গায়কের ভাইপো হলো আরেক কিংবদন্তী রাহাত ফাতেহ আলী খান আমি যার অনেক বড় ফেন
নুসরাত ফাতেহ আলী খানের মতোই রাহাত খানের আধুনিক গানগুলোতেও কাওয়ালী ভাব পাওয়া যায় আর এই দুইয়ে অসাধারণ মিউজিক তৈরী হয়।
রাহাত ফাতেহ আলী খান ১৯৭৪ সালে পাকিস্তানে জন্মগ্রহন করেন এবং তার চাচা নুসরাত ফাতেহ আলী খানের নিবিড় পর্যবেক্ষণে গড়ে উঠেন ।
মাত্ত ১০ বছর বয়সে উনি তার চাচা নুসরাতের সাথে ইংল্যান্ডের এক প্রোগ্রামে অংশ গ্রহণ করেন ।তারপর ১৫ বছর বয়সে তিনি তার চাচার মিউজিক দলে অফিসিয়ালী অংশগ্রহণ করেন ১৯৯৭ সালে তার চাচা নুসরাত মারা যা্ওয়ার পর তিনি দলের হাল ধরেন
কিন্তু ২০০৪ সালে বলিউডের পাপ সিনেমার লগে তুমসে মন লাগে গানের মধ্য দিয়ে অভিষেক হবার পর তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে যায় তিনি বলিউডে তার জায়গা পাকাপোক্ত করে নেন একের পর এক জনপ্রিয় গান গাইতে থাকেন যেমন Jiya Dhadak Dhadak Jaaye,Bol Na Halke Halke,Jag Soona Soona Lage,Teri Ore,Ajj Din Chadheya,Surili Akhiyon Wale,Sajda etc
বর্তমানে অধিকাংশ বলিউড মুভিতেই তার গান পাওয়া যায় ।তার গানের সুফি ভাব সত্যিই অসাধারন
তিনি ইন্টারন্যাশনাল পযার্য়েও কাজ করেছেন ১৯৯৫ সালে কাজ করছেন ডেড ম্যান ওয়াকিং ছবিতে এছাড়াও হলিউডের বিভিন্ন শিল্পীর সাথে কাজ করেছেন
নিচের গানটি আ্লী আজমতের গান বারাস বারাস সাওয়ান গির আয়ো রাহাত ফাতেহ আলী খান একসাথে গেয়েছেন ।অসাধারন মিউজিক কম্পজিউশন শুনে দেখুন
এই লিংকে নুসরাত ফাতেহ খানের সবকিছু একসাথে পাবেন
আর এখানে পাবেন রাহাত ফাতেহ আলী খান এর সব গান একসাথে
নুসরাত ফাতেহ আলী খানের মতোই রাহাত খানের আধুনিক গানগুলোতেও কাওয়ালী ভাব পাওয়া যায় আর এই দুইয়ে অসাধারণ মিউজিক তৈরী হয়।
রাহাত ফাতেহ আলী খান ১৯৭৪ সালে পাকিস্তানে জন্মগ্রহন করেন এবং তার চাচা নুসরাত ফাতেহ আলী খানের নিবিড় পর্যবেক্ষণে গড়ে উঠেন ।
মাত্ত ১০ বছর বয়সে উনি তার চাচা নুসরাতের সাথে ইংল্যান্ডের এক প্রোগ্রামে অংশ গ্রহণ করেন ।তারপর ১৫ বছর বয়সে তিনি তার চাচার মিউজিক দলে অফিসিয়ালী অংশগ্রহণ করেন ১৯৯৭ সালে তার চাচা নুসরাত মারা যা্ওয়ার পর তিনি দলের হাল ধরেন
কিন্তু ২০০৪ সালে বলিউডের পাপ সিনেমার লগে তুমসে মন লাগে গানের মধ্য দিয়ে অভিষেক হবার পর তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে যায় তিনি বলিউডে তার জায়গা পাকাপোক্ত করে নেন একের পর এক জনপ্রিয় গান গাইতে থাকেন যেমন Jiya Dhadak Dhadak Jaaye,Bol Na Halke Halke,Jag Soona Soona Lage,Teri Ore,Ajj Din Chadheya,Surili Akhiyon Wale,Sajda etc
বর্তমানে অধিকাংশ বলিউড মুভিতেই তার গান পাওয়া যায় ।তার গানের সুফি ভাব সত্যিই অসাধারন
তিনি ইন্টারন্যাশনাল পযার্য়েও কাজ করেছেন ১৯৯৫ সালে কাজ করছেন ডেড ম্যান ওয়াকিং ছবিতে এছাড়াও হলিউডের বিভিন্ন শিল্পীর সাথে কাজ করেছেন
নিচের গানটি আ্লী আজমতের গান বারাস বারাস সাওয়ান গির আয়ো রাহাত ফাতেহ আলী খান একসাথে গেয়েছেন ।অসাধারন মিউজিক কম্পজিউশন শুনে দেখুন
এই লিংকে নুসরাত ফাতেহ খানের সবকিছু একসাথে পাবেন
আর এখানে পাবেন রাহাত ফাতেহ আলী খান এর সব গান একসাথে
একটি মন্তব্য পোস্ট করুন