ওয়েবসাইট/ ব্লগের ভিজিটর বাড়ানোর ছয়টি অব্যর্থ উপায়
এটা আমার প্রথম Adsense বিষয়ক টিউন আশা করি কো72; ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যারা ব্লগ বা ওয়েবসাইট তৈরী করে তারা অবশ্যাই বেশী বেশী ভিজিটর আশা করে ।আর এজন্য একেক জন একেক রকমের ফর্মূলা প্রয়োগ করেন ।আজ আমি আপনাদের সাথে ছয়টি উপায় নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের কিছূটা হলেও কাজে লাগবে ।
সার্চ ইন্জিন:নাম্বার ওয়ানে অবশ্যই অবশ্যই সার্চ ইন্জিন সার্চ ইন্জিনের সাহায্য ছাড়া কোন সাইটের ভিজিটর পাওয়া অসম্ভভ ।প্রতিদিন কোটি কোটি মানুষ সার্চ ইন্জিনে সার্চ করে থাকে তাই আপনার সাইট যতই সার্চ ফ্রেন্ডলি হবে ততই ভিজিটর পাবেন খুবই দ্রুত।আর সার্চ ইন্জিন ফ্রেন্ডলি করার দুটি উপায় হল আপনার সাইটের সাইটমেপ গুগল বা ইয়াহুতে বা অন্য কোন সার্চ ইন্জিনে সাবমিট করা।আর আপনার সাইটে মেটা ট্যাগ যোগ করা সম্ভব হলে প্রতিটি পোস্টের জন্য আলাদা মেটা ট্যাগ যোগ করা তাহলে সাইট সার্চ ফ্রেন্ডলি হবে।
সোশ্যাল বুর্কমার্কিং /সাইট::
নানা ধরনের সোশ্যাল বুর্কমার্কিং সাইটের সাহায্যে আপনি অনেক ভিজিটর সাথে সাথে পেতে পারেন ।এরকম কিছূ সাইট হল del.icio.us,digg,furl,technorati.. এগুলোতে একাউন্ট করে বুর্কমার্কিং ট্যাগিং ইত্যাদির সাহায্যে সাথে সাথে অনেক ভিজিটর পেতে পারেন।
এছাড়া সোশ্যাল সাইট যেমন ফেইসবুক,মাইস্পেস বা টুইটার এগুলো ব্যবহার করে অনেক ভিজিটর পাওয়া যায় যেমন আপনি আপনার সাইটের টুইটার আপডেট নিয়মিত দিলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে বলি অনেক ভিজিটর আসে আর টুইটারের প্রতিটি পোস্ট আপডেট করার জন্য প্রতিটি পোস্টের সাথে টুইট নামক বাটনটি যোগ করে দিতে পারেন এতে এক ক্লিকেই টুইটার আপডেট দিতে পারবেন
ফোরাম/গুপ:নানা ধরনের ফোরাম বা গুপে অংশ গ্রহন করুন তাতে নিজে পোস্ট করুন মন্তব্য দিন আলোচনায় অংশগ্রহণ করুন।আপনি যে ধরনের ব্লগ করেন সেই ধরনের ফোরামে পোস্ট দেবার চেষ্টা করুন যেমন আপনি যদি কম্পিউটার নিয়ে ব্লগিং করেন তাহলে গুগল সার্চ দিয়ে কম্পিউটার বিষয়ক ফোরাম গুলো খুজে বের করুন আর এগুলৌর সাথে সম্পৃক্ত থাকুন তাহলে ভিজিটর পাবেন
মন্তব্য করুন:আপনি যখন কোন সাইট বা ব্লগ ভিজিট করবেন তখন অবশ্যই আপনার সাইটের নামসহ মন্তব্য করুন।এতে আপনার সাইটের ব্যাকলিংক এবং ভিজিটর বৃদ্দি পাবেন।মন্তব্য করার সময় clik here এরকম কিছু দিবেন না তাহলে আপনার মন্তব্য স্পাম হতে পারে।
আর্টিকেল লিখুন:আপনার ইংলিশে দখল ভাল থাকলে বিভিন্ন সাইটে আর্টিকেল লেখার মাধ্যমেও আপনার ভিজিটর বৃদ্ধি করতে পারেন।জনপ্রিয় কিছূ আর্টিকেল ডাইরেক্টরি হল goarticles.com,ezinearticles.com,articlecity.com ইত্যাদি ।এসব সাইটে
লেখার মাধ্যমে আপনি নিজেকে দক্ষ হিসেবে উপস্হাপন করার মাধ্যমে অনেক ভিজিটর পেতে পারেন।
আশা করি আপনাদের লেখাটি ভাল লাগবে আর পরবর্তীতে প্রতিটি অংশ আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি সাথে থাকবেন আর অনেক অনেক ভাল থাকবেন যেকোন প্রয়োজনে মন্তব্য করুন
একটি মন্তব্য পোস্ট করুন