ইন্টারনেট হতে Sony Ericsson এর ফ্রী ইন্টারনেট সেটিং পাঠান আপনার মোবাইলে

মোবাইল দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে অবশ্যই ইন্টারনেট সেটিং লাগে আর আজকের পোস্টে সনি এরিকসনের ফ্রী  ইন্টারনেট সেটিং নিয়ে আলোচনা করব ।
যারা সনি এরিকসনের ইন্টারনেট সাপোর্টেড মোবাইল ব্যবহার করেন তারা ফ্রি তে ইন্টারনেট সেটিং বিশ্বের যেকোন মোবাইলে পাঠাতে পারেন।তবে বাংলাদেশের শুধু গ্রামীন ,বাংলালিংক আর একটেলে এই সেটিং পাঠানো যায়।

ইন্টারনেট সেটিং এর জন্য
Mobile Internet (WAP) Settings

Picture messaging (MMS) Settings  

Email settings  

আপনার সনি এরিকসনের মডেল সিলেক্ট করুন > Country > Operator > Phone model > Data account. Then click Next and আপনার mobile number,and click next. সেটিং আপনার মোবাইলে চলে আসবে।
আর কোন সমস্যা হলে জানাবেন। 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন