শেষপযর্ন্ত ফেইসবুকের কাছে হেরে গেল গুগল

আমার মত খবরটি অনেকের কাছে আশ্র্চযের কারণ ফেইসবুকের কাছে কি করে গুগল হেরে যায় ?।ব্যাখ্যা করে বলছি আজ ইন্টারনেটে ঘুরতে ঘুরতে ভাবলাম Alexa  তে গিয়ে বাংলাদেশের সাইটগুলোর অবস্হা জানার শখ হল বাংলাদেশ হতে দেখা সেরা সাইটগুলোর তালিকা দেখে আমি অবাক ফেইসবুক বাংলাদেশ র‌্যাংকিয়ে এক নাম্বারে আর গুগল দুই নাম্বারে ।


এটা কি করে সম্ভর।কিছুদিন আগেও গুগল এক নাম্বারে ছিল যদিও বিশ্ব রেংকিয়ে এখনও গুগল এক নাম্বারে আর আশা করি সব সময় থাকবে।বাঙালির কি হল ।ফেইসবুকের পিছনে এভাবে লাগল কেন যে গুগল সার্চের ও ভাত নাই ।যদিও এটা সত্যি যে বাংলাদেশের ছেলেরা এখন ফেইসবুকের পাগল এমনও অনেক ছেলে দেখেছি যারা ইন্টারনেট কানেকশন নেয় শুধু ফেইসবুকের জন্য আর সারাদিন ফেইসবুক আর ফেইসবুক।আগে বাংলাদেশের ছেলেরা ছিল মাদকাসক্ত এখন এর সাথে যোগ হয়েছে ফেইসবুকাক্ত ।কি করা যায় বলুনতো ।যদিও কিছুদিন আগে টেকক্রজে পড়েছিলাম যে ফেইসবুক সকল সাইটের জন্যই হুমকি কারণ ফেইসবুকের ইউজাররা ঘন্টার পর ঘন্টা ফেইসবুকে কাটায ।আশা করি গুগল কিছু  একটা করবে না হয় খবর আছে  ।

এখান হতে alexa এর লিস্টটি দেথতে পারেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন