যেকোন ইংরেজী মুভি দেখুন সাবটাইটেল সহ
আমরা কমবেশি সবাই ইংলিশ মুভি/সিনেমা দেখি।আর ইংরেজী মুভি দেখার আসল মজা তখনই পাওয়া যায় যখন মুভি সাবটাইটেল সহ পুরো মুভির কাহিনী ভাল করে বুঝে দেখা যায়।তবে ইংলিশ মুভিগুলোর ভাষা সাবটাইটেল ছাড়া বুঝা অনেক কঠিন।তবে সাবটাইটেল থাকলে খুব সহজেই বুঝা যায়।আর অধিকাংশ মুভিরই সাবটাইটেল ডিভিডিতে বা ইন্টারনেট হতে ডাউনলোড করলেও পাওয়া যায়না।আপনাদের এই সাবটাইটেল সমস্যার সমাধান করার জন্যই আমার এই পোস্ট।আপনি ইচ্ছা করলে যেকোন ইংলিশ মুভির সাবটাইটেল ইন্টারনেট হতে ডাউনলোড করে আপনার মুভির সাথে দেখতে পারেন ।আর এজন্য প্রথমে আপনাকে আপনার পছন্দের মুভির সাবটাইটেল ডাউনলোড করতে হবে।সাবটাইটেল ডাউনলোড করার জন্য অনেক সাইট আছে ।তবে আমার পছন্দের কিছু সাইট হল
এই সাইটগুলোতে গিয়ে আপনার পছন্দের মুভির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনার পছন্দের সাবটাইটেল।
মুভি দেখার জন্য আপনারা VLC Media Player অথবা মিডিয়া প্লেয়ার ক্লাসিক ব্যবহার করতে পারেন।এবার কথা হল কিভাবে আপনি সাবটাইটেল ফাইলটি মুভির সাথে যুক্ত করবেন।
যেকোন সাবটাইটেল ফাইলগুলো জিপ আকারে থাকে ডাউনলোড করার পর আনজিপ করুন আনজিপ করার পর .srt নামের ফাইলটিই হল সাবটাইটেল ফাইল।এবার VLC বা Media player classic এ আপনার পছন্দের মুভিটি চালু করুন এবার মিডিয়া প্লেয়ারের ফাইল মেনু হতে LOAD SUBTITLE এবং VLC এর Video>subtitles track>open এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি আপলোড করে নিন ।ব্যাস আপনার কাজ শেষ।এবার মুভি দেখুন।
মাঝে মাঝে দেখা যায় সাবটাইটেল থাকে উত্তরে আর আপনার মুভি থাকে দক্ষিণে অর্থাৎ সাবটাইটেলের সাথে মুভির মিল থাকেনা। তখন কি করবেন??
এই সমস্যার কারণ হল মুভির ফ্রেম রেট আর সাবটাইটেল ফ্রেম রেট মিল থাকেনা।সাবটাইটেল ডাউনলোড করার সময় খেয়াল করবেন প্রতিটির পাশে fps বা ফ্রেম পার সেকেন্ড লেখা আছে।আর মুভির FPS দেখতে হলে propertise এ ক্লিক করুন অথবা vlc তে মুভিটি চালু করে টুলস হতে কোডেক ইনফরমেশন এ ক্লিক করুন।এখন যদি আপনার সাবটাইটেল না মিলে বা সমান FPS এর কোড না মিলে তখন কি করবেন?
এই সাইটগুলোতে গিয়ে আপনার পছন্দের মুভির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনার পছন্দের সাবটাইটেল।
মুভি দেখার জন্য আপনারা VLC Media Player অথবা মিডিয়া প্লেয়ার ক্লাসিক ব্যবহার করতে পারেন।এবার কথা হল কিভাবে আপনি সাবটাইটেল ফাইলটি মুভির সাথে যুক্ত করবেন।
যেকোন সাবটাইটেল ফাইলগুলো জিপ আকারে থাকে ডাউনলোড করার পর আনজিপ করুন আনজিপ করার পর .srt নামের ফাইলটিই হল সাবটাইটেল ফাইল।এবার VLC বা Media player classic এ আপনার পছন্দের মুভিটি চালু করুন এবার মিডিয়া প্লেয়ারের ফাইল মেনু হতে LOAD SUBTITLE এবং VLC এর Video>subtitles track>open এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি আপলোড করে নিন ।ব্যাস আপনার কাজ শেষ।এবার মুভি দেখুন।
মাঝে মাঝে দেখা যায় সাবটাইটেল থাকে উত্তরে আর আপনার মুভি থাকে দক্ষিণে অর্থাৎ সাবটাইটেলের সাথে মুভির মিল থাকেনা। তখন কি করবেন??
এই সমস্যার কারণ হল মুভির ফ্রেম রেট আর সাবটাইটেল ফ্রেম রেট মিল থাকেনা।সাবটাইটেল ডাউনলোড করার সময় খেয়াল করবেন প্রতিটির পাশে fps বা ফ্রেম পার সেকেন্ড লেখা আছে।আর মুভির FPS দেখতে হলে propertise এ ক্লিক করুন অথবা vlc তে মুভিটি চালু করে টুলস হতে কোডেক ইনফরমেশন এ ক্লিক করুন।এখন যদি আপনার সাবটাইটেল না মিলে বা সমান FPS এর কোড না মিলে তখন কি করবেন?
সাব-কনভার্টার
সফটওয়্যারটি ডাউনলোড করুন।এবার সফটটি ওপেন করুন
. ওপেন এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি ওপেন করুন।
ফ্রেম রেটের ঘরে মুভির ফ্রেম রেটটি লিখুন (যদি মুভির ফ্রেম রেট ২৩ আর সাবটাইটেলের ফ্রেম রেট ২৭ হয়, তবে এ ঘরে ২৩ লিখুন)
কনভার্ট এ ক্লিক করুন এবার কনভার্ট এজ এ ক্লিক করে ফাইলটি ..srt দিয়ে সেভ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন