তৃতীয় কোর্য়াটারে Google এর আয় ইনকাম বেড়েছে 27%



বিশ্বে আর্থিক মন্দা চলছে কিন্তু এর মাঝে ও গুগলের আয় ইনকাম শুধু বেড়েই চলছেআজকে এক রিপোর্টে গুগল জানিয়েছে তৃতীয় প্রান্তিকে গুগলের ইনকাম বেড়েছে ২৭%আপনাদের সুবিধার্থে জানাচ্ছি বিভিন্ন কোম্পানিগুলো তাদের আর্থিক রিপোর্ট কোয়াটার বা প্রান্তিকে প্রকাশ করে প্রতি তিন মাসকে এক কোয়াটার হিসেবে ধরা হয় এভাবে বছরে চারটি কোয়াটারআর দ্বিতীয় কোয়াটারের তুলনায় তৃতীয় কোয়াটারে গুগল ২৭% বেশী আয় করেছেদ্বিতীয় কোয়াটারে গুগলের আয় ছিল $1.29 billion ($4.06 a share) আর তৃতীয় কোয়াটারে $1.64 billion ($5.13 per share)আর ১ বিলিয়ন =১০০ কোটি ডলার মানে বাংলাদেশী টাকায় প্রায় ৭০০০ কোটি টাকাগত বছর গুগলের মোট আয় ছিল $5.94 billionগুগলের এই বিশাল ইনকাম আসে মূলত বিজ্ঞাপন হতে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন