মেয়েটির সামনে অপেক্ষা করছে কয়েকজন মানিব্যাগ তরুণ আর ছেলেটির সামনে অপেক্ষা করছে একটি পুরো অনাহারী মাস
আজকে সকালে একটা মার্কেটে গেলাম গেন্জি কিনতে তারপর কয়েকটা দোকান দেখার পর একটা গেন্জি পছন্দ হলো গেন্জিটার মধ্যখানে বড় করে ব্লক বসানো আছে কিনে ফেললাম কিনার পর খেয়াল করলাম গেন্জিতে একটা কবিতা লেখা আছে মুলত কবিতাটার আবহ আনার জন্যই বাকী ব্লকটা বসানো হয়েছে। কবিতাটাও মজার আপনাদের সাথে শেয়ার করলাম
ছেলেটি মেয়েটি
–তারেক মাহমুদ
মেয়েটি ছেলেটিকে পটাচ্ছে
ছেলেটি পটছে
সামনে একটা ফাস্টফুডের দোকান
মেয়েটি ছেলেটিকে নিয়ে সেখানে গিয়ে বসলো
ডেস্কের নিচে ছেলেটির পা ছুয়ে দিলো মেয়েটির পা
হাত দিয়ে ছুয়ে দিলো ছেলেটির গাল
চাকুরে ছেলেটি আজ মাইনে পেয়েছে
তার পকেট খালি হচ্ছে
কিছুক্ষণ পর তারা ফাস্টফুট শপ থেকে বেরিয়ে এলো
সামনে একটি জুয়েলারীর দোকান
মেয়েটি ছেলেটিকে নিয়ে সেখানে ঢুকলো
কিছুক্ষণ পর তারা বেরিয়ে এলো
বেরিয়েই মেয়েটি আশ্চর্যভাবে বলে উঠলো
ও হো একটা জরুরী কাজের কথা মনে পড়ে গেলো
আজ নয় লক্ষীটি আরেকদিন প্লিজ
বলেই মেয়েটি একটা স্কুটারে উঠে পড়লো
উঠেই মেয়েটি ছেলেটিকে বললো
তোমার কাছে খুচরো হবে খুচরো
ছেলেটি নিশ্চয়ই বলে স্কুটারের ভাড়া দিয়ে দিলো
স্কুটার মেয়েটিকে নিয়ে সাই সাই করে ছুটে চললো
মেয়েটির সামনে অপেক্ষা করছে কয়েকজন মানিব্যাগ তরুণ
আর ছেলেটির সামনে অপেক্ষা করছে একটি পুরো অনাহারী মাস
একটি মন্তব্য পোস্ট করুন