ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

ই-প্রথম আলোতে প্রথম প্রথম বিজ্ঞাপনগুলো সরাসরি দেখা যেত আর এ বিজ্ঞাপন দেখার জন্যই আমার মতো অনেকে ই-প্রথম আলোতে টু মারতো কিন্তু কিছুদিন পরই প্রথম আলো বিজ্ঞাপন দেখা দিলো বন্ধ করে এতে অনেকের মত আমিও কিছুটা হতাশ হয়েছি কারণ প্রতিদিন বিভিন্ন মোবাইল কোম্পানির বিজ্ঞাপন দেখতে ভালোই লাগতো ।

ই-প্রথম আলোতে আরেকটা ব্যাপার বিরক্ত লাগতো যে প্রতিটা নিউজ দেখার জন্য আলাদা আলাদা জুম করতে হতো এটাও আরেক ঝামেলা।
e Prothom alo

কিন্তু কোন ঝামেলাই আর ঝামেলা থাকবে না শুধু এই পোস্টটি পড়ুন
সমাধানটা একেবারেই সহজ

প্রথমে নিচের লিংকে ক্লিক করে ডেমো দেখে নিন তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ।
 Click This Link


এই্ লিংকে গিয়ে কি দেখলেন প্রথম ছোট একটি পেজ এর উপরে মাউসটি নেবার সাথে সাথে জুমের অপশন এসেছে জুমে ক্লিক করার সাথে সাথেই পুরো পেইজ আসলো ..........কি সব বুঝতে পারছেনতো?

এখন আসেন একটু বিশ্লেষণ
করি www.eprothomalo.com/contents/2010/2010_06_23/bigPages/2010_06_23_1.jpg

মুল ফরমেটটি হলো উপরেরটি ।

  • এখানে সব ঠিক থাকবে 2010 হলো এখানে সাল মানে অন্য কোন সালের পেপার এইভাবে দেখতে চাইলে এখানে সালটি পরিবর্তন করে দিন
  • তারপর আসলো তারিখ ,তারিখ এখানে আছে 2010_06_23 আপনি যে তারিখের পেপার দেখতে চান সেটা বসিয়ে দিন
  • তারপর আসলো কত নাম্বার পেজ এই্ অপশন টি এখানে আছে 2010_06_23_1.jpg মনে করুন আপনি দুই নাম্বার পেজটি দেখতে চাচ্ছেন তাহলে এখনা একদম শেষের 1 টিকে পরিবর্তন করে 2 করে দিন তাহলেই দুই নাম্বার পেজটি দেখতে পারবেন এভাবে শেষের নাম্বারটিকে আপনার ইচ্ছামত 3,4,6,12 করে দিন তাহলেই হয়ে যাবে ।

আশা করি পুরো ব্যাপারটা বুঝে গিয়েছেন তবুও যেকোন সমস্যায় কমেন্টস করুন আমি সমাধান দিবো।
সবাই ভালো থাকবেন ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন