মুভি রিভিউ:Final Destination 1,2,3,4

আজ হতে আমি আমার দেখা মুভিগুলোর কাহিনী সংক্ষেপসহ আপনাদের সামনে তুলে ধরব।আশা করি আপনাদের ভাল লাগবে এবং কাজেও লাগবে।

গত চারদিনে ফাইনাল ডেস্টিনেশন সিরিজের সবগুলো মুভি দেখে শেষ করলাম।প্রতিদিন একটা করে দেখিছি চারদিনে চারটা।প্রতিটার কাহিনী প্রায় একই ধাচের তবে দেখে মজা পাবেন ।ফাইনাল ডেস্টিনেশন সিরিজের প্রথম মুভিটি রিলিজ পায় ২০০০ সালে তারপর একে একে ২০০৩,২০০৬ এবং ২০০৯ এ এই সিরিজের সর্বশেষ মুভিটি  রিলিজ পায়।


কাহিনী সংক্ষেপ:প্রায় প্রতিটি মুভিতে একই ধরনের কাহিনী ব্যবহার করা হয়েছে।মুভির প্রধান চরিত্ত নায়ক বা নায়িকা দূর্ঘটনা ঘটার ঠিক আগ মুহুর্তে দৃর্ঘটনাটা সে তার কল্পনাতে দেখতে পায়।এবং সে সবাইকে সতর্ক করলেও  তার কথা কেউ বিশ্বাস করেনা এতে সে এবং আরোও কিছু লোক দূর্ঘটনাস্হল ত্যাগ করার কিছুক্ষন পরই ঠিকই সে যেভাবে কল্পনাতে দেখেছে ঠিক সেভাবেই ঘটনা ঘটে।তারপরেই বেচে যাওয়া মানুষগুলো একে একে মারা যেতে থাকে তবে প্রতিবারই নায়ক/নায়িকা কেউ মারা যাবার ঠিক আগেই জেনে ফেলে কে মারা যাবে এবং কিভাবে মারা যাবে।নায়ক /নায়িকা প্রত্যেককেই বাচানোর চেষ্টা করে কিন্তু কাউকেই বাচাতে পারেনা।এমনকি সিরিজের ২টি মুভিতে নায়ক/নায়িকা নিজেই মারা যায়।তবে বাকী দুটিতে নায়ক/নায়িকা বেচে যায়। এই মুভি গুলোর প্রতিটি এক্সিডেন্টকে  অসাধারণ ভাবে জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে।আশা করি আপনাদেরও ভাল লাগবে।
 তবে মুভিগুলোকে  কি ভৌতিক মুভি বলবেন না অস্বাভাবিক বলবেন তা আপনি দেখার পরেই নিজেই সিদ্ধান্ত নিন আমি আর কিছু বলতেছিনা।
মুভিগুলো ডাউনলোড করার জন্য সরাসরি কোন লিংক আমি দিতে পারছিনা।তবে নিচের লিংকগুলো হতে ডাউনলোড করতে পারবেন বলে আশা করি।

সবাই ভাল থাকবেন। 


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন