ছবি কথা বলে ,চিৎকার করে বলে, আমাদেরকে বলে……………





এই পিকচারটা অনেক আগেই আমি একটা পত্তিকাতে দেখেছিলাম আজকে হঠাৎ অজানা কোনো এক কারণে আমার এই ছবিটার কথা মনে পড়ে যায় তারপর নেটে সার্চ দিয়ে ছবিটা বের করলাম ।এই ছবিটা হচ্ছে বিশ্বের বিখ্যাত এবং পৃথিবী কাপানো ছবিগুলোর মাঝে একটা। এই ছবিটা তুলেছিলেন ফটোগ্রাফার Kevin Carter

Kevin Carter এই ছবিটি তুলেছিলেন ১৯৯৪ সালে সুদানে জাতিসংঘের খাদ্য গুদামের কাছে।ছবিটার মানে কি জানেন ??




শকুনটা অপেক্ষা করছে ছোট্র শিশুটার মৃত্যুর জন্য কারন মৃত্যুর পর শকুনটা এই শিশুটার শরীরের মাংশ খাবে

এই ছবিটা তখন সারাদুনিয়াতে আলোড়ন তুলেছিল তবে শিশুটার শেষপরিণতি কি হয়েছিল তা কেউ জানতে পারেনি এমনকি Kevin Carter ও না।এই ছবিটা Pulitzer Prize পেয়েছিল।ফটোগ্রাফার Kevin carter এই ছবিটা তোলার ৩ মাস পর সুইসাইড করে মারা গিয়েছিল ।পরে জানা গেছে ছবিটা তোলার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন এবং এই কারনেই তিনি সুইসাইড করেন।
অনেকেই এই ছবিটা দেখে অবাক হবেন মন খারাপ করবেন কিন্তু এই রকম হাজার হাজার শিশু আজ বিশ্বের বিভিন্ন দেশে যেমন সুদান ইরাক আফগানিস্তানে মারা যাচ্ছে মারা যাচ্ছে না খেয়ে পেটের খিদায় ৪/৫ ঘন্টা ছটপট করতে করতে বা বোমার আঘাতে রক্তাক্ত হয়ে কল্পনা করতে পারেন ব্যাপারটা ??

আমার ব্যক্তিগতভাবে ছবিটা দেখার পর অনেক খারাপ লেগেছে।আপনাদের মন্তব্য আশা করছি।সবাই ভাল থাকবেন আর অসহায় দুস্হ মানুষের পাশে থাকবেন।

45 টি মাথা খারাপ করা ওয়ালপেপার


ইন্টারনেটে  খুব একটা ওয়ালপেপার ডাউনলোড করা হয় না মূলত নিজের ওয়ালপেপার নিজেই তৈরী করে ব্যবহার করি ।কিন্তু আজকে একটা সাইটে একসাথে ৪৫ টি ওয়ালপেপারের একটি কালেকশন পেলাম যা সত্যি সত্যি অসাধারন ।আমি শুধু একটা ওয়ালপেপার দিলাম বাকীগুলো নিচের লিংক হতে ডাউনলোড করে নিন
Download 45 Fantastic Wallpaper

ইন্টেল নিয়ে আসছে 32mm এর নতুন প্রসেসর new i3, i5

জানুয়ারীর ৭ তারিখে অনুষ্টিত Consumer Electronics Show in Las Vegas এ বিশ্বের সবচেয়ে বেশী মাইক্রোপ্রসেসর উৎপাদেনকারি কোম্পানি ইন্টেল নিয়ে আসছে সম্পূর্ণ নতুন দুটি প্রসেসর i3 এবং i5 ।এই প্রসেসর গুলো হবে বিশ্বের সর্বপ্রথম ৩২ মিমি এর প্রসেসর ।এর আগে ইন্টেল এর কোর টু ডুয়ো ছিল ৪২ মিমি এর প্রসেসর।

শেষপর্যন্ত ওয়ারিদকে কিনেই নিল ভারতীয় এয়ারটেল

শেষপর্যন্ত মধ্যপ্রাচ্য ভিত্তিক মোবাইল টেলিফোন সার্ভিস প্রোভাইডার ওয়ারিদ কিনে নিয়েছে ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেল। গতকাল দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়াউদ্দিনের উদ্ধৃতি দিয়ে এ সংবাদটি সম্প্রচার করেছে। তবে ওয়ারিদের বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা সংবাদটির সত্যতা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। যেহেতু মন্তব্য করতে রাজী হয় নাই সুতরাং খবর সত্য।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের ধাবী গ্রুপ ওয়ারিদে নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী ছিল না। আর ভারতীয় এয়ারটেল কোম্পানি এরই ফাঁকে ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখায়। ওয়ারিদ বিক্রি নিয়ে বাজারে গুজব থাকলেও গত ১৩ সেপ্টেম্বর ওয়ারিদের দায়িত্ব বুঝে নিতে এয়ারটেলের পক্ষ থেকে বিটিআরসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়। বিটিআরসি জানায়, এ ব্যাপারে তারা এয়ারটেল কর্তৃপক্ষের সঙ্গে শিগগির বৈঠকে মিলিত হবে।
এবার দেখি এয়ারটেল এসে কি করে বাংলাদেশে।

সবাই সাবধান !আসছে Google Mobile Phone


গত কিছুদিন ধরেই আইটি ওয়াল্ডে একটা গুজব ছিলো যে খুব তাড়াতাড়ি গুগল তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন নিয়ে মোবাইল মার্কেটে তাদের অভিযান শুরু করছে।কিন্ত আজ গুগল নিশ্চিত করেছে যে গুগল সত্যি সত্যি তাদের নিজেদের মোবাইল নিয়ে আসছে।এটি ২০১০ সালে উন্মুক্ত করা হবে।আর এটি গুগলের জন্য তৈরী করছে HTC মোবাইল কোম্পানি।এখন পর্যন্ত যা জানা গেছে তা হল:


§  এটিতে আছে Snapdragon Processor
§  Capacitive multi-touch OLED screen
§  GSM নের্টওয়ার্ক
§  On-screen keyboard only
§  Runs on Android 2.1
এখন পর্যন্ত নিচের দুটি স্কিনশুট পাওয়া গেছে 




সবাই ভাল থাকবেন।আর ভবিষ্যত আপডেড পেলে আমি সাথে সাথে জানিয়ে দেব।

প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে আব্রাহাম লিংকনের লেখা সেই বিখ্যাত চিঠিটি





মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম. তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন - এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি.
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন - সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়. তাকে এও শেখাবেন, প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নি:স্বার্থ নেতা থাকে. তাকে শেখাবেন, পাচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান. এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়. হিংসা থেকে দুরে থাকার শিক্ষাও তাকে দেবেন. যদি পারেন নিরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন. সে যেন আগেভাগেই এ কথা বুঝতে শেখে - যারা পীড়নকারী তাদেরকেই সহজে কাবু করা যায়. বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন.

আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক. নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে. এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে.
 

তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে. আমার পুত্র যেন এ শক্তি পায় - হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার. সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে - এ শিক্ষাও তাকে দেবেন.
 

সে যেন শিখে দু:খের মাঝে কিভাবে হাসতে হয়. আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথা তাকে বুঝতে শেখাবেন. যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশে থেকে সাবধান থাকে.

আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুরেই ইস্পাত খাটি হয়. আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য. তাকে এ শিক্ষাও দেবেন - নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি.

ইতি
আপনার বিশ্বস্ত
আব্রাহাম লিঙ্কন


একটু সতর্ক থাকাটা কিন্ত জরুরী








এবার গান শুনুন টাইম টু টাইম মিলিয়ে লিরিকসহ,না পড়লে সত্যি মিস করবেন

আমি নিজে মাঝে মাঝে ইংলিশ গান শুনি কিন্তু মেটাল গানের আগা মাথা কিছুই বুঝি না কি যে বলে ………..তাই আমি লিরিকস বূঝার একটা সহজ সমাধান অনেকদিন ধরেই খূজতেছিলাম।
আবার আপনারা অনেকেই ইংলিশ গান শুনেন বা যারা IELTS বা Toffel ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেন তাদের জন্য ইংলিশ মুভি ,আর গান শুনাতো একেবারে ফরজ।অনেকেই হয়ত ভাবতেছেন ইন্টারনেট হতে লিরিকস তো নরমালি নামিয়ে সেভ করে গান শুনা যায় ।এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে??আছে ভাই আছে ঘটনা একটা আছে।

আমি যে কারণে এক্সাইটেড এই সফটওয়্যারটির নাম Minilyrices এই সফটওয়্যারটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি আপনাকে টাইম টু টাইম মিলিয়ে লিরিকস প্রদর্শন করবে এবং আপনাকে লিরিকসটি ডাউনলোড করতে হবেনা গান চালু করার সাথে সাথে এটি 
নিজে নিজে ইন্টারনেটহতে ডাউনলোড করে নেবে।


minilyrics এবার গান শুনুন টাইম টু টাইম মিলিয়ে লিরিকসহ,না পড়লে সত্যি মিস করবেন | Techtunes
মনে করুন আপনি AKon এর Mr lonely গানটি শুনছেন এই গানের একটা অংশ হচ্ছে iam so lonely ,iam mr lonely,i have nobody আপনি যখন কানে এই অংশটা শুনবেন কম্পিউটারে ঠিক এই অংশটা দেখতে পাবেন।এখনই  ডাউনলোড করে দেখে নিন তাহলে বুঝবেন কেমন মজার সফটওয়্যারটি।

এটি প্রায় সব মিডিয়া প্লেয়ারের সাথেই চলে।এটি ট্রায়াল ভার্সন তবে মজার ব্যাপার হল এটি কখনো এক্সাপায়ার হবেনা।নিচের লিংক হতে ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করে নিন ।এবার গান চালু করলে এটি অটোমেটিক লিরিকস খুজে আপনার সামনে প্রদশর্ন করবে ।


আপনি শুধু সঠিক গানটি কোনটি তা সিলেক্ট করে দিবেন কারন একই টাইটেলের অনেক সিংগারের গান থাকে।আরেকটা কথা গানের টাইটেলে অনেক সময় Track 1 ,2 ইত্যাদি লেখা থাকে ।এক্ষত্তে সঠিক টাইটেলটি দিয়ে রিনেম করে দিন।


আশা করি আপনাদের ভাল লাগবেই।আর কোন সমস্যা হলে জানাবেন আরেকটা কথা এটি হিন্দি গানেরও লিরিক প্রদর্শন করে সামান্য কিছু বাংলা গানের লিরিকসও প্রদর্শন করে ।

Most Dangerous Roads in the World





সবকিছুর ব্যাপারে বর্ননা দেয়া লাগেনা।আমার মনে হয় এই পোস্টটিও এইরকমই।তাই বর্ননা দিলাম না।সহজ ভাষায় বললে বলতে পারেন ফটো ব্লগ।
Highway of death 










এগুলোকে সহজ ভাষায় বলা যায় Highway of death.পরবর্তী পোস্টে বাকী ছবিগুলো দেব।সবাই ভাল থাকবেন।

DOWNLOAD WINDOWS SEVEN TRANFORMATION PaCK

 মাইক্রোসফটের সাম্প্রতিক রিলিজ হওয়া অপারেটিং সিস্টেম সেভেন মোটামুটি বাজার মাতাতে সক্ষম হয়েছে।আর এতেই অনেকে বর্তমানে তাদের এক্সপি ছেড়ে সেভেন কম্পিউটারে ইন্সটল করতেছে ।কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও কম্পিউটারের সীমাবদ্ধতা বা অন্য যে কারনেই হোক সেভেন কম্পিউটারে ইন্সটল করছেনা।কিন্তু যদি এক্সপিকেই সেভেন এর লুকস দেয়া যায় তাহলে কেমন হয়।অবশ্যই ভাল হয়।আর কাজটি একেবারেই সহজ এই থিমটি দিয়ে কম্পিউটারের Boot Screen, Welcome Screen, and Visual Style, icons, wallpapers এইসবকিছু সম্পূর্নভাবে সেভেন অপারিটেং সিস্টেম এর মত করা যায়।নিচের দেওয়া দেওয়া লিংক হতে Windows সেভেন নামে থীমটি ডাউনলোড করে নিন।এবার আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন ।এই থিমটি এক্সপি এবং ভিসতা উভয়টাতেই ইন্সটল করা যায়।ব্যাস আপনার কাজ শেষ এবার দেখুন সেভেন কেমন লাগে।



মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

ফুয়াদের ফিচারিংয়ে শিরিনের নতুন অ্যালবাম মাতওয়ালী



 শিরিনের প্রথম অ্যালবামটা সারাদেশেই ভাল জনপ্রিয় হয়েছিল কিন্তু আমার মনে হয় ইন্টারনেটের পোলাপাইনের কাছে খুব একটা জনপ্রিয় হয় নাই কারন এখনকার পোলাপান একটু ভিন্ন ধরনের গান পছন্দ করে ।আমিও শিরিনের গান শুনি না।কিন্তু শিরিনের ২য় অ্যালবামটা ফিচারিং করেছে মিউজিক হেডমাস্টার ফুয়াদ ভাই এজন্য আমি মূলত আমিও একটু আগ্রহ নিয়ে প্রথম গানটা মানে অ্যালবাম টাইটেল সংটা শুনলাম ভালই লাগল মিউজিকও ভাল দিয়েছে ফুয়াদ ভাই।এজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গানগুলো ।


আশা করি আপনাদের নূন্যতমও ভাল লাগবে।আর ভাল লাগলেই আমার পোস্ট সার্থক।সবাই ভাল থাকবেন।
মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

আইফোনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নকিয়ার নতুন ইন্টারনেট ফোন N900

আইফোন আসার পর পশ্চিশা বিশ্বে শুধু আইফোন নিয়ে মাতামাতি আর এতে নকিয়ার মত বড় বড় কোম্পানিগুলোর ভবিষ্যত চরম হুমকির মধ্যে পড়ে যায়।আর কিছুদিন আগে এক রিপোর্টে জানানো হয় নকিয়া সবচেয়ে বেশী মোবাইল বিক্রি করলেও লাভের দিক থেকে সবার উপরে আছে আইফোন কারন নকিয়া সবচেয়ে বেশী বিক্রি করে কম দামী ফোন গুলো যা হতে খুব বেশী একটা লাভ হয়না।আর আইফোন মানেই দামী মাল্টিমিডিয়া ফোন আর এতে লাভও বেশী আর এতেই এ্যাপল লাভে লাল।আর এই চিন্তা হতে আইফোনের প্রতিদ্বন্ধি হিসেবে নকিয়া কিছুদিনের মধ্যেই বাজারে আনছে নকিয়ার Internet Tablet Phone N900 আইফোনের বাজারে হামলা দেয়া নকিয়ার জন্য এতটা সহজ হবেনা তবে এটির ফিচার দেখে মনে কিছুটা হলেও আঘাত আনতে সক্ষম হবে।




জানি অনেকেরই ইতিমধ্যে এই সেটটি দেখে মাথা খারাপ হয়ে গেছে।মাথা যদি খারাপ হয়ে থাকে তাহলে চলুন আরেকটু খারাপ করি।ঝটপট জেনে নেই এই সেটের কনফিগারেশন।
  • N900 সেটের নের্টওয়ার্ক কনফিগারেশন এরকম GSM 850/900/1800/1900 MHz, UMTS 900/1700/2100 MHz, HSDPA 10 Mbps, HSUPA 2Mbps 
  • অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে  Maemo 5 নামে একটি নতুন ধরনের অপারেটিং সিস্টেম । 
  •  32 GB storage, 256 MB RAM, microSD card slot 
  •  5 megapixel auto-focus camera with dual-LED flash; WVGA(848 x 480)@25fps video recording 
  • Display: 3.5" 16M-color TFT আর টাচ ইস্কিন ফোন, সাথে আছে  QWERTY keyboard  
  • CPU: ARM Cortex A8 600 MHz, PowerVR SGX graphics
  •  পূর্বেই ইন্সটল করা আছে Ovi Maps (voice-guided navigation purchased separately), Mozilla-based browser with Adobe Flash 9.4 support, Facebook and Twitter integration
  • আরো আছে  Wi-Fi 802.11b/g, Bluetooth 2.1 with A2DP, USB v2.0 with microUSB port, GPS receiver with A-GPS, 3.5mm audio jack, FM radio, FM transmitter, Infrared port,Built-in accelerometer and ambient light sensors, proximity sensor, IR output port for remote control
কি লাগবে না কি N900??অপেক্ষা করেন খুব সহসাই আসছে........

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

মুভি রিভিউ: Wanted,Superbad,Doghouse,Passenger,poseidon

 ইচ্ছা ছিল প্রতি সপ্তাহের দেখা মুভিগুলোর রিভিউ দেব কিন্তু সময় পাচ্ছি না হায়রে সময়.....
 
আজকে আমার শেষ দেখা কিছু ছবির রিভিউ দিলাম।অনেকগুলো মুভিই দেখেছি সবগুলোর নাম মনে নেই এজন্য রিভিউ দিতে পারছিনা পরে মনে হলে দিয়ে দেব। তাহলে চলুন কিছু আমার শেষ দেখা কিছু মুভির রিভিউ দেখে নেই।

SuperBad:এই মুভিটিকে বলা যায় সেক্স কমিডি মুভি।আমার কাছে মুভিটি ভাল লেগেছে।হাইস্কুলে পড়া তিন বন্ধু এবং তাদের সেক্স করার আকাক্ষা এবং কমিডির মাধ্যমে  মুভিটির কাহিনী সাজানো হয়েছে।দেখতে পারেন দেখে মজা পাবেন আশা করি।

Wanted:এই Wanted বলিউডের Wanted না এটা হলিউডি Wantedএর প্রধান চরিত্তে আছে অ্যানজলিনা জেলি।মুভিটা অসাধারন এর স্পেশাল ইফেক্ট আরও অসাধারন লেগেছে দেখার অনুরোধ রইল কাহিনীটা আর বললাম না।বললে দেখে মজা পাবেন না।তবে দেখলে মজা পাবেন এটা বলতে পারি।দেখবেন কিন্তু

Doghouse:কাহিনীটা এইরকম এক বন্ধুকে  তার বউ ডিভোর্স দেবার পর সকল বন্ধুরা মিলে ওই বন্ধুর গ্রামের বাড়ীতে যায় কিন্ত গিয়ে দেখে ওই গ্রামের সকল মহিলারা একধরনের ভাইরাসে আক্রান্ত এই ভাইরাসের কারণে সবার ভিতরে পুরুষের জন্য এক ধরনের ঘৃনা তৈরী হয় এবং সবাই পুরুষের ফ্রেস মাংশ খেতে চায়।তারপর একে একে সবাই মরতে থাকে এবং শেষপযর্ন্ত .......................পুরো মুভিটা আমার কাছে গাজাখুরি মনে হয়েছে দেখা না দেখা আপনার ব্যাপার

Passenger:কাহিনী ছাড়া এই মুভিটা আমার কাছে একদম বাজে লেগেছে।পুরো মুভি দেখার পরও এর কাহিনী এখনও আমি ঠিকমত বুঝিনাই।

Poseidon:কাহিনী মোটামুটি ভালই একটা জাহাজ ডুবে যাওয়া এবং ভিতরে আটকা পড়া কিছু যাত্তীর ভিতর হতে বাহির হবার প্রচেষ্টা নিয়ে মূলত কাহিনী সাজানো হয়েছে।আমার কাছে ভালই লেগেছে আপনারা দেখতে পারেন।

সবাই ভাল থাকবেন
মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

Obema Gets Nobel Prize-Cartoons Fun


 
 
 

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

মোবাইল টু মোবাইল ফ্রী কল করুন (পরীক্ষিত)

 
প্রথমেই সংক্ষেপে মূল ঘটনাটা বলি।দুটি মোবাইলের মাঝে যদি Nimbuzz সফটওয়্যারটি ইন্সটল করা থাকে তাহলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে দুটি মোবাইলের মাঝে ফ্রী কথা বলা যাবে আনলিমিটেড এবং কথা খুবই ক্লিয়ার শুনা যায়এটিকে মোবাইল VOIP বলা হয়।আরেকটি কথা আপনার মোবাইলে  ১ জিবি,২ জিবি ,৩ জিবি অথবা আনলিমিটেড ইন্টারনেট থাকতে হবে কারণ না হয় অনেক টাকা কাটবে ।
এবার আসি বিস্তারিততে.........
আপনার মোবাইলে এবং আপনার বন্ধুর মোবাইলে এই ঠিকানা হতে Nimbuzz সফটওয়্যারটি ইন্সটল করে নিন এটি একটি জাবা সফটওয়্যার।সফটওয়্যার ইন্সটল করা যায় এরকম সকল সেটেই এটি ইন্সটল করা যায়।
এবার সফটওয়্যারটি ইন্সটল করার পর NImbuzz  এ একাউন্ট তৈরি করে আপনার বন্ধুকে এ্যাড করে নিন।
এবার আপনার বন্ধু অনলাইনে মানে Nimbuzz এ থাকা অবস্তায় Nimbuzz এর কল অপশন হতে কল দিন ।ব্যাস এবার কথা বলতে থাকুন........কোন সমস্যা হলে জানাবেন।ভাল থাকবেন

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

কিছুদিন পর আমরা তোদেরকে হোয়াইটওয়াশ করব অপেক্ষা কর



এই পোস্টটির সূও ইন্ডিয়ান এক টেলিভিশন বিজ্ঞাপনইন্ডিয়ার Relience Big Tv  এর একটি বিজ্ঞাপনে দেখানো হয় যে একজন ফুটবলার ক্যাবল টিভিতে তার পছন্দের খেলা দেখতে পাচ্ছেনা।কারন যে চ্যানেলে ফুটবল খেলা দেখানোর কথা সেই চ্যানেলে বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখানো হচ্ছে ।তারপর বিজ্ঞাপনের মডেল এই খেলার প্রতি গালি দেয়।বিজ্ঞাপনটি আপনি দেখলেই বুঝতেই পারবেনএখানে মুলত বাংলাদেশকে গালি দেয় অর্থাৎ বাংলাদেশের মত নিম্নমানের দলের সাথে ভারত খেলছে আর এই খেলা কেন ক্যাবল দেখাচ্ছে এই খেলা দেখার কিছুই নেই ।এর আগেও অনেক ভাবে ইন্ডিয়ানরা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে হাসি তামাশা করেছে।কিছু বলার নাই অপেক্ষাই আছি কবে ভারতকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করবে।অবশ্যই করবে অবশ্যই করবে।ইনশাল্লাহ করবেই।

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের Biography /Profile


 
মোশারফ করিম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা একথা আর বলার অপেক্ষা রাখেনা।মোশারফ করিম বাংলাদেশের নাটককে নতুন মাত্তা দিয়েছেন এবং মোশারফ করিমের কারণে বাংলাদেশের নাটকের জনপ্রিয়তা হাজার গুন বেড়েছে।মোশাররফ করিম মূলত তার ন্যাচারল অভিনয়ের মাধ্যমে সবার মনে জায়গা করে নিয়েছে।অনেকেই তার ব্যাপারে জানতে আগ্রহী তাই আজকে তার  সম্পূর্ন বায়োগ্রাফী তুলে ধরলাম।আশা করি ভাল লাগবে
নাম:মোশারফ করিম
ডাকনাম:শামিম
জন্মসাল:২২ শে আগস্ট ১৯৭৬ সাল(ঢাকায়)
বৈবাহিক অবস্তা:বিবাহিত
প্রথম নাটক:অতিথি(১৯৯৯ সাল)
জনপ্রিয় নাটক:কেরাম,ছাইয়া ছাইয়া,ঠুয়া,হাউজফুল,৪২০,তোমার দোয়ায় ভাল আছি মা,ভবের হাট,ঘরকুটুম।
প্রথম সিনেমা: 3rd person singular number(মুক্তির অপেক্ষায়)
শখ:আড্ডা দেয়া আর বই পড়া।
প্রিয় গায়ক:Kiron Rai, Nusrat Fateh Ali Khan, Golam Ali, Runa Laila and Jahid Pintu
আরো কিছু কথা.................
মোশারফ করিম প্রথমে নাট্যকেন্দ্র নামে থিয়েটার গ্রুপে মন্ঝনাটক করতেন।নাট্যকেন্দ্রতেই তিনি অভিনয় ভাল করে শিখেন তারপর ১৯৯৯ সালে অতিথি নাটকের মাধ্যমে টিভিতে তার অভিষেক ঘটে।তারপর কয়েকবছরেও তিনি টিভি জগতে কিছুই করতে পারে নাই কিন্ত ২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকীর কেরাম নাটকের মাধ্যমে মোশারফ করিম জনপ্রিয়তা পেয়ে যায় তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।কেরাম,ছাইয়া ছাইয়া,ঠুয়া,হাউজফুল,৪২০,তোমার দোয়ায় ভাল আছি মা,ভবের হাট,ঘরকুটুম। এইসব জনপ্রিয় নাটকের মাধ্যমে তিনি এখন বাংলাদেশ নাটক জগতের আইকন।মোশারফ করিম মূলত অভিনয়কে সিরিয়াসলি নেন ২০০৪ সালের পর যখন তার ফ্যামিলির অবস্হা খারাপ ছিল। এই ব্যাপারে মোশারফ করিমের নিচের একটি বয়ান দেখুন
          Actually I never took TV acting seriously until 2004; rather I was enjoying working in theatre. In the latter part of 2004, I had to change my decision and take to TV acting professionally due to a family crisis. And my Acting technique, well at first I read script of a play thoroughly and delve into the demands of my character. If I find that the character will not suit my personality then I will not opt for it.  

—Mosharraf Karim

 আর এখনতো চারদিকে শুধু মোশারফ কীর্তন।
আশা করি আপনাদের ভাল লাগবে। 

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

মুভি ডাউনলোড করার অসাধারণ একটি সাইট

যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা অধিকাংশরাই ইন্টারনেট হতে মুভি ডাউনলোড করে থাকেন কিন্তু ভাল কোয়ালিটির মুভিগুলো একেকটা ৭০০-৮০০ মেগাবাইট এর উপরে যা ডাউনলোড করতে অনেক সময় লাগে ।কিন্তু আপনি যদি এই ৭০০-৮০০ মেগার মুভিগুলা ৩০০-৪০০ মেগার ভিতরেই ডাউনলোড করতে পারেন এবং কোয়ালিটি যদি একই হয় তাহলে কেমন হয়।অবশ্যই অসাধারণ হয়।
আর এই অসাধারণ সুবিধাটি দিচ্ছে 300MB United Team নামের একটি সাইট ।এরা একটি Web Team যারা ইন্টারনেটের বিভিন্ন মুভিগুলোকে কোয়ালিটি প্রায় একই রেখে সাইজ যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করে ।আর এদের টাইটেল হচ্ছে Best Quality In Smallest Size.আশা করি আপনাদের ভালো লাগবে



আর আপনাদের ডাউনলোড বা ডাউনলোড পরবর্তী কোন সমস্যা হলে সেজন্য আছে এই সাইটে FAQ অপশন।

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

বিশ্বকাপ ক্রিকেট-২০১১ এর পুরো সিডিউল ডাউনলোড করুন

আগামী মাসের ১৯ এ ফ্রেব্রুয়ারী বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ আর এই বিশ্বকাপে বাংলাদেশের ৬টি ম্যাচ সহ   মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঢাকা এবং চিটাগাং স্টেডিয়ামে ।
বিশ্বকাপের ম্যাচ সিডিউল নিচের  লিংক হতে ডাউনলোড করে নিতে পারেন


                          অথবা নিচের ইমেজটি সেভ করে নিন
বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভ হোক বিশ্বকাপ ক্রিকেট ২০১১

ফটোশপ টিউটোরিয়াল:কালার ছবিকে রুপান্তর করুন সাদাকালোতে


আজ থেকে আমার ব্লগে আরও একটি নতুন বিষয় যুক্ত করলাম আর তা হল ফটোশপ টিউটোরিয়াল।সহজ এবং সাবলিল ভাষায় আমি সহজেই করা যায় এরকম টিউটোরিয়ালতগুলো মূলত তুলে ধরব এখানে ।কোন কঠিন বা লম্বা ধরনের টিউটোরিয়াল লিখবনা।আশা করি আমার টিউটোরিয়াল গুলো খুব সহজেই করতে পারবেন ।আজকে আমি ফটোশপ দিয়ে কি করে কালার ছবিকে সাদাকালোতে রুপান্তর করা যায় তা দেখাব।
আমার ব্যক্তিগত ভাবে মনে হয় ছবিকে সাদাকালো করার মাধ্যমে ছবিতে সম্পূর্ণ ভিন্ন মাত্তা দেয়া যায়।নিচের দেয়া দুটি ছবি দেখূন




এবার চলুন কাজের কাজ শুরু করি
প্রথমেই ফটোশপ ওপেন করুন এবার  আপনার যেকোন একটি কালার পিকচার ওপেন করুন।
এবার আমরা পিকচারটিকে কিছুটা ব্রাইটনেস দেব এজন্য  IMAGE >> ADJUSTMENTS>>CURVES এ ক্লিক করুন এবার curve টিকে উপরের দিকে নিন তাহলে ছবিটা কিছু উজ্জল হবে এবার আপনার পছন্দমত Curve টিকে সেট করে ok করুন ।তারপর আবার IMAGE>>ADJUSTMENTS >>LEVELS  ।এবার আপনার পছন্দমত ইনপুট এবং আউটপুট লেবেল সেট করে নিন ।এবার দেখুন আপনার কালার পিকচারটি অনেক সুন্দর হয়েছে ।এবার চলুন মেইন কাজটি করি অর্থাৎ সাদাকালো করি।এজন্য IMAGE>>ADJUSTMENTS>>BLACK AND WHITE ।এবার দেখুন আপনার পিকচারটি সাদাকালো হয়ে গেছে।এবার আপনার ইচ্ছামত কালার লাইনগুলোকে পরিবর্তন করে নিন।ব্যাস ok করে আপনার পিকচারটি সেভ করুন ।সেভ করতে FILE>>SAVE AS তারপর ফাইল টাইপ হিসেবে jpg সিলেক্ট করে সেভ করুন।ব্যাস কাজ শেষ।
আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন।ভাল থাকবেন।কমেন্টস দিতে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

মুভি রিভিউ:Final Destination 1,2,3,4

আজ হতে আমি আমার দেখা মুভিগুলোর কাহিনী সংক্ষেপসহ আপনাদের সামনে তুলে ধরব।আশা করি আপনাদের ভাল লাগবে এবং কাজেও লাগবে।

গত চারদিনে ফাইনাল ডেস্টিনেশন সিরিজের সবগুলো মুভি দেখে শেষ করলাম।প্রতিদিন একটা করে দেখিছি চারদিনে চারটা।প্রতিটার কাহিনী প্রায় একই ধাচের তবে দেখে মজা পাবেন ।ফাইনাল ডেস্টিনেশন সিরিজের প্রথম মুভিটি রিলিজ পায় ২০০০ সালে তারপর একে একে ২০০৩,২০০৬ এবং ২০০৯ এ এই সিরিজের সর্বশেষ মুভিটি  রিলিজ পায়।


কাহিনী সংক্ষেপ:প্রায় প্রতিটি মুভিতে একই ধরনের কাহিনী ব্যবহার করা হয়েছে।মুভির প্রধান চরিত্ত নায়ক বা নায়িকা দূর্ঘটনা ঘটার ঠিক আগ মুহুর্তে দৃর্ঘটনাটা সে তার কল্পনাতে দেখতে পায়।এবং সে সবাইকে সতর্ক করলেও  তার কথা কেউ বিশ্বাস করেনা এতে সে এবং আরোও কিছু লোক দূর্ঘটনাস্হল ত্যাগ করার কিছুক্ষন পরই ঠিকই সে যেভাবে কল্পনাতে দেখেছে ঠিক সেভাবেই ঘটনা ঘটে।তারপরেই বেচে যাওয়া মানুষগুলো একে একে মারা যেতে থাকে তবে প্রতিবারই নায়ক/নায়িকা কেউ মারা যাবার ঠিক আগেই জেনে ফেলে কে মারা যাবে এবং কিভাবে মারা যাবে।নায়ক /নায়িকা প্রত্যেককেই বাচানোর চেষ্টা করে কিন্তু কাউকেই বাচাতে পারেনা।এমনকি সিরিজের ২টি মুভিতে নায়ক/নায়িকা নিজেই মারা যায়।তবে বাকী দুটিতে নায়ক/নায়িকা বেচে যায়। এই মুভি গুলোর প্রতিটি এক্সিডেন্টকে  অসাধারণ ভাবে জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে।আশা করি আপনাদেরও ভাল লাগবে।
 তবে মুভিগুলোকে  কি ভৌতিক মুভি বলবেন না অস্বাভাবিক বলবেন তা আপনি দেখার পরেই নিজেই সিদ্ধান্ত নিন আমি আর কিছু বলতেছিনা।
মুভিগুলো ডাউনলোড করার জন্য সরাসরি কোন লিংক আমি দিতে পারছিনা।তবে নিচের লিংকগুলো হতে ডাউনলোড করতে পারবেন বলে আশা করি।

সবাই ভাল থাকবেন। 


ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার অসাধারণ সমাধান।

আমার আগের পোস্টে আমি ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার সমাধান করার আপ্রান চেষ্টা করেছিতবুও এগুলোতে আমি নিজেই সন্তুষ্ট হতে পারি নাই কারণ সার্চ করে করে সাবটাইটাইটেল ডাউনলোড তারপর আরও কত শত  ঝামেলাসাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি বুঝা অনেক টাফ বিশেষ করে আমার মত আংরেজীতে দূর্বলদের জন্যআর কাহিনী না বুঝে ইংরেজী মুভি দেখার কোন মজাই নাই তবে অনেকেই ইংরেজী মুভির শুধু মারপিট দেখে তাদের কথা আলাদাআমি নিজেই তাই একটা ভাল সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছিলামআজকে পেয়ে গেলাম একটা সমাধান মানে অসাধারণ সমাধান
এবার চলুন আকথা না বলে কাজের কথায় আসি
Sublight সফটওয়্যার দিয়ে আপনি সহজেই আপনার মুভির উপযোগী সাবটাইটেল পেতে পারেনএই সফটওয়্যারটির ভিতরে মুভির নাম লিখে দিলে তা অটোমেটিক আপনার সাবটাইটেল খুজে বের করবে আপনি ইচ্চা করলে সাবটাইটেল ডাউনলোড না করেই মুভিতে সাবটাইটেলটি চালিয়ে দেখতে পারেনআপনি ইচ্ছা করলে মিডিয়া প্লেয়ার দিয়ে সফটওয়্যারের ভিতর থেকেই সাবটাইটেল সহ পুরো মুভিটা দেখতে পারবেন বা সাবটাইটেল ডাউনলোড করেও দেখতে পারবেনআপনার ইচ্ছা
প্রথমেই এখান হতে হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
ইন্সটল শেষ হবার পর সফটটি চালু করুন এবার সেটিংস গিয়ে আপনার প্রয়োজণীয় সেটিংস করে নিনভাষার বেলায় শুধু ইংরেজী সিলেক্ট করুননা হয় সকল ভাষার সাবটাইটেল চলে আসে এতে প্রয়োজনীয় ইংরেজি সাবটাইঠেল পেতে সমস্যা হয়Video Playback হিসেবে আপনার পছন্দের মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করুনআমি Vlc ব্যবহার করিএবার subtitile search a clik করুনআপনার মুভির ফাইলটি choose করুনএবার search subtitles ক্লিক করুন ব্যাস সাবটাইটেল চলে আসবেএবার আপনার পছন্দের সাবটাইটেল টির উপরে রাইট  ক্লিক আপনার পছন্দের অপশনটি বেছে নিনডাউনলোড করুন সাবটাইটেলটি বা প্লে করুন মুভিটিঅথবা আপনার মুভির নাম দিয়ে Manual search করতে পারেনমুভির নাম লিখে দিন ব্যাস অটো সব হাজির হয়ে যাবেসফটওয়্যারের ভিতরেই মুভিটি চালু করে নিশ্চিত হয়ে নিন কোন সাবাটাইটেল টি পারফেক্ট কারন অনেক সাবটাইটেল এর সাথে মুভির কোন মিল থাকেনাআশা করি আর সাবটাইটেল নিয়ে কারো কোন সমস্যা হবেনাসবাই ভাল থাকবেন