নিজের সাইটে/সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটাপ করুন একদম সহজেই

আমি যখন ওয়ার্ডপ্রেস জানতাম না তখন ভাবতাম মনে হয় ওয়ার্ডপ্রেস সেটাপ অনেক কঠিন কিন্তু একদিন সময় করে বসে বিভিন্ন টিউটোরিয়াল দেখে সেটাপ দেয়ার চেষ্টা করলাম তখন বুঝলাম এর চেয়ে সহজ কাজ আর নেই।আশা করি আপনারা খুব সহজেই ওয়াডর্প্রেস আমার এই টিউটোরিয়ালটি দেখে দেখে সেটাপ করতে পারবেন তাহলে চলুন শুরু করি
wordpress
  • প্রথমেই এই লিংক হতে ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন তারপর আনজিপ করুন
  • এবার যেকোন এফটিপি সফটওয়্যার দিয়ে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে থাকা সবগুলো ফাইল আপনার ওয়েবসাইটের /public_html/ এখানে আপলোড করুন ।যদি এফটিপি দিয়ে সম্ভব না হয় তাহলে পুরো জিপ ফাইলটা সরাসরি আপলোড করুন তারপর সেখানে আনজিপ করে রাখুন তারপর জিপ ফাইলটা ডিলিট করে দিন ।
  • এখন আপনাকে Mysql এ একটা ডাটাবেজ এবং ইউজার তৈরী করতে হবে তারপর ইউজারকে ডাটাবেজ ব্যবহারের অনুমতি দিতে হবে।এইখানে অনেকেই ভাবে আমিতো mysql পারিনা । এটা একদম সহজ একটা কাজ, আপনি শুধু আমাকে অনুসরন করুন ।
  • প্রথমেই আপনার ওয়েবসাইটের C panel এর Mysql database এ ক্লিক করুন তারপর নিচের ছবির মত বক্স দেখতে পাবেন এবার এখানে আপনার পছন্দমত যেকোন একটি নাম দিন ।মনে করুন আমি নাম দিলাম mamun তাহলে mamun নামে একটি ডাটাবেজ তৈরী হবে

  • এবার আমাদের নতুন ইউজার অ্যাড করতে হবে এজন্য মাউসটি স্কোল করে নিচের দিকে নিন তাহলে নিচের ছবির মত দেথতে পাবেন এবারআপনার পছন্দমত নাম ও পাসওয়ার্ড দিয়ে একটি নতুন ইউজার অ্যাড করে নিন



  • এবার আমরা এই ইউজারকে ডাটাবেজ ব্যবহারের অনুমতি দিবো এজন্য Add user to Database এর User বক্সে আপনার অ্যাড করা ইউজারের নাম সিলেক্ট করুন তারপর Database এ আপনার যোগ করা ডাটাবেজ সিলেক্ট করে ADD এ ক্লিক করুন নতুন একটি উইন্ডো আসবে এখানে সবগুলো সিলেক্ট করে দিন আরেকটা কথা এইখানে আপনার ডাটাবেজ এবং ইউজার নামের আগে আপনার হোস্টিং এর ইউজার নামও দেখতে পাবেন সুতরাং চিন্তার কোন কারন নেই।ব্যাস কাজ শেষ ডাটাবেজের।
  • এবার আপনার সাইটের নামটি/ডোমেইনটি যেকোন ব্রা্উজারে লিখে এন্টার চাপুন এখন আমরা কিছু কনফিগারেশন করবো।Configure এ ক্লিক করুন তারপর নিচের মত ফরম আসবে আপনার তৈরী করা ডাটাবেজ ,ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন আর বাকীগুলো পরিবর্তনের দরকার নেই সাবমিট করুন




  • এবার আপনার ব্লগের টাইটেল আর ইমেল ঠিকানা দিয়ে Install wordpress এ ক্লিক করুন

ব্যাস আপনার কাজ শেষ ইন্সটল হবার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাবে ।
কোন সমস্যা হলে অবশ্যই মন্তব্য দিয়ে জানাবেন । সবাই ভালো থাকুন আর ব্লগার মামুনের সাথেই থাকুন 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন