আইফোনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নকিয়ার নতুন ইন্টারনেট ফোন N900
আইফোন আসার পর পশ্চিশা বিশ্বে শুধু আইফোন নিয়ে মাতামাতি আর এতে নকিয়ার মত বড় বড় কোম্পানিগুলোর ভবিষ্যত চরম হুমকির মধ্যে পড়ে যায়।আর কিছুদিন আগে এক রিপোর্টে জানানো হয় নকিয়া সবচেয়ে বেশী মোবাইল বিক্রি করলেও লাভের দিক থেকে সবার উপরে আছে আইফোন কারন নকিয়া সবচেয়ে বেশী বিক্রি করে কম দামী ফোন গুলো যা হতে খুব বেশী একটা লাভ হয়না।আর আইফোন মানেই দামী মাল্টিমিডিয়া ফোন আর এতে লাভও বেশী আর এতেই এ্যাপল লাভে লাল।আর এই চিন্তা হতে আইফোনের প্রতিদ্বন্ধি হিসেবে নকিয়া কিছুদিনের মধ্যেই বাজারে আনছে নকিয়ার Internet Tablet Phone N900 ।আইফোনের বাজারে হামলা দেয়া নকিয়ার জন্য এতটা সহজ হবেনা তবে এটির ফিচার দেখে মনে কিছুটা হলেও আঘাত আনতে সক্ষম হবে।
জানি অনেকেরই ইতিমধ্যে এই সেটটি দেখে মাথা খারাপ হয়ে গেছে।মাথা যদি খারাপ হয়ে থাকে তাহলে চলুন আরেকটু খারাপ করি।ঝটপট জেনে নেই এই সেটের কনফিগারেশন।
- N900 সেটের নের্টওয়ার্ক কনফিগারেশন এরকম GSM 850/900/1800/1900 MHz, UMTS 900/1700/2100 MHz, HSDPA 10 Mbps, HSUPA 2Mbps
- অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Maemo 5 নামে একটি নতুন ধরনের অপারেটিং সিস্টেম ।
- 32 GB storage, 256 MB RAM, microSD card slot
- 5 megapixel auto-focus camera with dual-LED flash; WVGA(848 x 480)@25fps video recording
- Display: 3.5" 16M-color TFT আর টাচ ইস্কিন ফোন, সাথে আছে QWERTY keyboard
- CPU: ARM Cortex A8 600 MHz, PowerVR SGX graphics
- পূর্বেই ইন্সটল করা আছে Ovi Maps (voice-guided navigation purchased separately), Mozilla-based browser with Adobe Flash 9.4 support, Facebook and Twitter integration
- আরো আছে Wi-Fi 802.11b/g, Bluetooth 2.1 with A2DP, USB v2.0 with microUSB port, GPS receiver with A-GPS, 3.5mm audio jack, FM radio, FM transmitter, Infrared port,Built-in accelerometer and ambient light sensors, proximity sensor, IR output port for remote control
কি লাগবে না কি N900??অপেক্ষা করেন খুব সহসাই আসছে........
মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।
একটি মন্তব্য পোস্ট করুন