মুভি রিভিউ: Wanted,Superbad,Doghouse,Passenger,poseidon

 ইচ্ছা ছিল প্রতি সপ্তাহের দেখা মুভিগুলোর রিভিউ দেব কিন্তু সময় পাচ্ছি না হায়রে সময়.....
 
আজকে আমার শেষ দেখা কিছু ছবির রিভিউ দিলাম।অনেকগুলো মুভিই দেখেছি সবগুলোর নাম মনে নেই এজন্য রিভিউ দিতে পারছিনা পরে মনে হলে দিয়ে দেব। তাহলে চলুন কিছু আমার শেষ দেখা কিছু মুভির রিভিউ দেখে নেই।

SuperBad:এই মুভিটিকে বলা যায় সেক্স কমিডি মুভি।আমার কাছে মুভিটি ভাল লেগেছে।হাইস্কুলে পড়া তিন বন্ধু এবং তাদের সেক্স করার আকাক্ষা এবং কমিডির মাধ্যমে  মুভিটির কাহিনী সাজানো হয়েছে।দেখতে পারেন দেখে মজা পাবেন আশা করি।

Wanted:এই Wanted বলিউডের Wanted না এটা হলিউডি Wantedএর প্রধান চরিত্তে আছে অ্যানজলিনা জেলি।মুভিটা অসাধারন এর স্পেশাল ইফেক্ট আরও অসাধারন লেগেছে দেখার অনুরোধ রইল কাহিনীটা আর বললাম না।বললে দেখে মজা পাবেন না।তবে দেখলে মজা পাবেন এটা বলতে পারি।দেখবেন কিন্তু

Doghouse:কাহিনীটা এইরকম এক বন্ধুকে  তার বউ ডিভোর্স দেবার পর সকল বন্ধুরা মিলে ওই বন্ধুর গ্রামের বাড়ীতে যায় কিন্ত গিয়ে দেখে ওই গ্রামের সকল মহিলারা একধরনের ভাইরাসে আক্রান্ত এই ভাইরাসের কারণে সবার ভিতরে পুরুষের জন্য এক ধরনের ঘৃনা তৈরী হয় এবং সবাই পুরুষের ফ্রেস মাংশ খেতে চায়।তারপর একে একে সবাই মরতে থাকে এবং শেষপযর্ন্ত .......................পুরো মুভিটা আমার কাছে গাজাখুরি মনে হয়েছে দেখা না দেখা আপনার ব্যাপার

Passenger:কাহিনী ছাড়া এই মুভিটা আমার কাছে একদম বাজে লেগেছে।পুরো মুভি দেখার পরও এর কাহিনী এখনও আমি ঠিকমত বুঝিনাই।

Poseidon:কাহিনী মোটামুটি ভালই একটা জাহাজ ডুবে যাওয়া এবং ভিতরে আটকা পড়া কিছু যাত্তীর ভিতর হতে বাহির হবার প্রচেষ্টা নিয়ে মূলত কাহিনী সাজানো হয়েছে।আমার কাছে ভালই লেগেছে আপনারা দেখতে পারেন।

সবাই ভাল থাকবেন
মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন