মোবাইল টু মোবাইল ফ্রী কল করুন (পরীক্ষিত)

 
প্রথমেই সংক্ষেপে মূল ঘটনাটা বলি।দুটি মোবাইলের মাঝে যদি Nimbuzz সফটওয়্যারটি ইন্সটল করা থাকে তাহলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে দুটি মোবাইলের মাঝে ফ্রী কথা বলা যাবে আনলিমিটেড এবং কথা খুবই ক্লিয়ার শুনা যায়এটিকে মোবাইল VOIP বলা হয়।আরেকটি কথা আপনার মোবাইলে  ১ জিবি,২ জিবি ,৩ জিবি অথবা আনলিমিটেড ইন্টারনেট থাকতে হবে কারণ না হয় অনেক টাকা কাটবে ।
এবার আসি বিস্তারিততে.........
আপনার মোবাইলে এবং আপনার বন্ধুর মোবাইলে এই ঠিকানা হতে Nimbuzz সফটওয়্যারটি ইন্সটল করে নিন এটি একটি জাবা সফটওয়্যার।সফটওয়্যার ইন্সটল করা যায় এরকম সকল সেটেই এটি ইন্সটল করা যায়।
এবার সফটওয়্যারটি ইন্সটল করার পর NImbuzz  এ একাউন্ট তৈরি করে আপনার বন্ধুকে এ্যাড করে নিন।
এবার আপনার বন্ধু অনলাইনে মানে Nimbuzz এ থাকা অবস্তায় Nimbuzz এর কল অপশন হতে কল দিন ।ব্যাস এবার কথা বলতে থাকুন........কোন সমস্যা হলে জানাবেন।ভাল থাকবেন

মন্তব্য দিতে চাইলে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন