ফটোশপ টিউটোরিয়াল:কালার ছবিকে রুপান্তর করুন সাদাকালোতে
আজ থেকে আমার ব্লগে আরও একটি নতুন বিষয় যুক্ত করলাম আর তা হল ফটোশপ টিউটোরিয়াল।সহজ এবং সাবলিল ভাষায় আমি সহজেই করা যায় এরকম টিউটোরিয়ালতগুলো মূলত তুলে ধরব এখানে ।কোন কঠিন বা লম্বা ধরনের টিউটোরিয়াল লিখবনা।আশা করি আমার টিউটোরিয়াল গুলো খুব সহজেই করতে পারবেন ।আজকে আমি ফটোশপ দিয়ে কি করে কালার ছবিকে সাদাকালোতে রুপান্তর করা যায় তা দেখাব।
আমার ব্যক্তিগত ভাবে মনে হয় ছবিকে সাদাকালো করার মাধ্যমে ছবিতে সম্পূর্ণ ভিন্ন মাত্তা দেয়া যায়।নিচের দেয়া দুটি ছবি দেখূন
এবার চলুন কাজের কাজ শুরু করি
প্রথমেই ফটোশপ ওপেন করুন এবার আপনার যেকোন একটি কালার পিকচার ওপেন করুন।
এবার আমরা পিকচারটিকে কিছুটা ব্রাইটনেস দেব এজন্য IMAGE >> ADJUSTMENTS>>CURVES এ ক্লিক করুন এবার curve টিকে উপরের দিকে নিন তাহলে ছবিটা কিছু উজ্জল হবে এবার আপনার পছন্দমত Curve টিকে সেট করে ok করুন ।তারপর আবার IMAGE>>ADJUSTMENTS >>LEVELS ।এবার আপনার পছন্দমত ইনপুট এবং আউটপুট লেবেল সেট করে নিন ।এবার দেখুন আপনার কালার পিকচারটি অনেক সুন্দর হয়েছে ।এবার চলুন মেইন কাজটি করি অর্থাৎ সাদাকালো করি।এজন্য IMAGE>>ADJUSTMENTS>>BLACK AND WHITE ।এবার দেখুন আপনার পিকচারটি সাদাকালো হয়ে গেছে।এবার আপনার ইচ্ছামত কালার লাইনগুলোকে পরিবর্তন করে নিন।ব্যাস ok করে আপনার পিকচারটি সেভ করুন ।সেভ করতে FILE>>SAVE AS তারপর ফাইল টাইপ হিসেবে jpg সিলেক্ট করে সেভ করুন।ব্যাস কাজ শেষ।
আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন।ভাল থাকবেন।কমেন্টস দিতে পোস্টের টাইটেলের উপরে ক্লিক করুন।
একটি মন্তব্য পোস্ট করুন