আপনার যেকোন লেখাকে অনলাইনে রুপান্তর করুন Barcode এ (নতুন কনসেপ্ট)

আশা করি সকলেই বারকোড চিনেনতবুও বলছি বিভিন্ন পন্যের উপরের কালো কালো দাগ গুলো যেগুলোতে পন্যের বিভিন্ন ইনফরমেশন লুকানো থাকে এবং বারকোড রিডারের সামনে রাখলে পন্যের তথ্যগুলো দেখা যায় এগুলোই হল বারকোডআমার আজকের পোস্টের মূল বিষয় হচ্ছে কি করে আপনার লেখাকে অনলাইনে বারকোডে রুপান্তর করবেন এবং অনলাইনে কি করে বারকোড পড়বেন তা নিয়ে
ব্যক্তিগতভাবে আমার যেকোন লেখাকে বারকোডে রুপান্তর করার বিষয়টি অসাধারণ লেগেছেএটিকে আমার মনে হয়েছে সস্পূর্ন নতুন ধরনের কনসেপটযেমন মাঝে মাঝে আমার বন্ধুদেরকে বারকোডে লেখা পাঠাই তখন অনেকেই ভেজালে পড়ে যায় আমি কি লিখেছি এই নিয়েযেমন নিচের দুটি বারকোড দেখুন একটিতে আমার নাম আরেকটিতে মামা ফাপর লইয়ও না





এভাবে আপনি আপনার যেকোন কথাকেই বারকোডে রুপান্তর করতে পারেনআশা করি আমি কি বুঝাতে চেয়েছি তা বুঝে ফেলেছেনতাহলে চলুন এবার মুল কাজে যাই
এখানে ক্লিক করে মূল সাইটে যান
এবার symbology অপশনে আপনার ইচ্ছামত যেকোন একটি সিলেক্ট করুন তারপর আপনার Text মানে কোন লেখাটির বারকোড তৈরী করতে চান তা টাইপ করুন ইমেইল এর ঘরটি খালি রাখতে পারেন তবে এতে আপনার মেইলে ঠিকানা দিলে বারকোডের একটি ডাউনলোড লিংক চলে যাবেএবার create Barcode এ ক্লিক করুনব্যাস এবার আপনার বারকোড পিকচারটি মাউসের রাইট বাটনে ক্লিক করে save image এ ক্লিক করে সেভ করে নিনব্যাস আপনার কাজ শেষ

এখন প্রশ্ন হল আপনাকে যদি কেউ এভাবে বারকোড পাঠায় বা আপনি যদি কোন বারকোডের অর্থ জানতে চান তখন কি করবেন তারও সমাধান আছেএখানে ক্লিক করে অনলাইন বারকোড রিডার সাইটটিতে যান তারপর আপনার বারকোডের ইমেজটি আপলোড করে দিন ব্যাস সাথে সাথে পেয়ে যাবেন বারকোডের অর্থআপনি মোবাইল বা ডিজিটাল ক্যামেরা দিয়ে যেকোন বারকোডের পিকচার তুলে আপলোড করে দিরেও এর অর্থ পেয়ে যাবেনআর একটি কথা প্রতিটি বারকোড তৈরী করার পর বারকোডের অর্থটিও লেখা থাকে সেক্ষেত্তে আপনি ফটোশপ বা অন্য কোন সফটওয়্যার দিয়ে লেখাটি মুছে দিতে পারেণআশা করি আপনাদের ভাল লাগবে ভাল থাকবেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন