বিশ্বকাপ ক্রিকেট রঙ্গ : বিশ্বকাপের টিকেট এবং বাংলাদেশ বনাম জার্মানী ক্রিকেট ম্যাচ

আগামী মাস মানে ফেব্রুয়ারীর ১৯ তারিখে বাংলাদেশ আর ভারতের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ২০১১ এর ক্রিকেট বিশ্বকাপ । এই বিশ্বকাপে বাংলাদেশও সহ আয়োজক আর বাংলাদেশে  অনুষ্ঠিত  হবে বাংলাদেশের ছয়টি খেলা সহ মোট আটটি ম্যাচ যেহেতু নিজেদের দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে তাই বিশ্বকাপের খেলা দেখতে পুরো দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছে আর স্টেডিয়ামের আসন সংখ্যা কম হওয়ায় টিকেট নিয়ে একবারে হুলস্হুল কান্ড 

টিকেট যে ব্যাংকে বিক্রি হবে সেই ব্যাংকের সামনে আগের দিন রাত থেকেই মানুষ লাইনে দাড়িয়ে যাচ্ছে অনেকে আবার ২৫-৩০ ঘন্টা বা তার বেশি দাড়িয়েও টিকেট পাচ্ছে না আমার এক বন্ধু ১৯ ঘন্টা দাড়িয়ে টিকেট পায়নি আর আমি আগে আগে হার মেনে দাড়াইনি।


যাই হোক গত কালকের ঘটনা এইরকম যে ,চ্যানেল আইতে টিকেট যারা পেয়েছে তাদের অনুভূতিগুলো শেয়ার করছে তো এক মেয়ে টিকেট পেয়েছে কিন্তু সে যে ম্যাচের টিকেট চেয়েছে সেই ম্যাচের টিকেট পায়নি চ্যানেল আইয়ের উপস্হাপক মেয়েকে জিজ্ঞাস করলো 


উপস্হাপক : কোন ম্যাচের টিকেট পেয়েছেন ?
মেয়ে : বাংলাদেশ বনাম জার্মানীর ম্যাচের  টিকেট  :)


হায়রে..........................................................

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন